গোয়ালন্দ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে অতিরিক্ত ওজন বহনের দায়ে ৫টি ট্রাককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। শুক্রবার( ৯ মে )দিবাগত রাত ১২টার সময় এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, মহাসড়কের ওয়েট স্কেল পয়েন্টে অভিযান চালিয়ে ওভারলোড পরিবহন করা ট্রাকগুলোর বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৫ ধারায় মোট ৯ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। এ অর্থদণ্ড আরোপ করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান জানান, মহাসড়কের নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষায় নিয়মিতভাবে এই ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওজন পরিবহন মহাসড়কের মারাত্মক ক্ষতি করে, যার প্রভাব পড়ে যান চলাচলে এবং সাধারণ মানুষের নিরাপত্তায়।
তিনি আরও বলেন, অতিরিক্ত ওজন বহন রোধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে সকল পরিবহন চালক ও মালিকদের নিয়ম মেনে গাড়ি পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
এফপি/রাজ