বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে পাবনায় অনুষ্ঠিত হলো ‘আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান’।
শনিবার (১০ মে) দুপুরে পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে এসএসসি ২০২৪-এ জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার জনাব মোঃ মোরতোজা আলী খান। তিনি বলেন, ‘এই শিক্ষাবৃত্তি শুধু একটি সম্মাননা নয়; এটি কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য একটি প্রেরণার উৎস। পুলিশ সদস্যদের সন্তানেরা যাতে শিক্ষাক্ষেত্রে উৎসাহিত হয়, সে লক্ষ্যে আইজিপি শিক্ষাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ অবসরপ্রাপ্ত অফিসার্স কল্যাণ সমিতি, পাবনা জেলা শাখার সভাপতি জনাব (অব.) এস.এম. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মাসুদ আলম, সহকারী পুলিশ সুপার (পুলিশ লাইন্স) জনাব নাজমুল হাসান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাবা শাহনাজ পারভীন এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা ও পুলিশ ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কৃতি সন্তানসহ প্রায় ৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা অংশ নেয়।
আইজিপি শিক্ষাবৃত্তি প্রতি বছর দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়ে থাকে এবং এটি পুলিশ সদস্যদের পরিবারে শিক্ষার অগ্রগতিকে উৎসাহিত করছে। পাবনা জেলার এবারের আয়োজন ছিল যথাযথ মর্যাদা ও আন্তরিকতায় ভরপুর।
এফপি/রাজ