এবার জাতীয় পর্যায়ে কুষ্টিয়ায় উদযাপন হতে যাচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহে আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, কবিতা আবৃতিসহ নানা আনুষ্ঠানিকতার আয়োজনের চলছে প্রস্তুতি। রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণসহ সব ধরণের প্রস্তুতি চলছে। বৈরি আবহাওয়ার জন্য নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থাও।
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, এই বিখ্যাত সংগীতসহ ২ হাজার ২৩২টি গানের অধিকাংশই কুষ্টিয়ার এই শিলাইদহে বসে লিখেছেন কবি গুরু। এখান থেকেই গীতাঞ্জলী অনুবাদ করে ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙ্গালী হিসেবে সাহিত্যে অর্জন করেছেন নোবেল পুরুস্কার। এবার কুঠিবাড়ীর বাইরে বসেছে গ্রামীণ মেলা।
নতুন রং, বাড়ীর আঙ্গিনায় বাগানকে আগাছা কেটে পরিস্কার-পরিচ্ছন্নের পাশাপাশি চলছে রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণ। ভেতরের আসবাব পত্রে লাগানো হয়েছে নতুন রংয়ের আঁচর।
বৈরি আবহাওয়াকে মাথায় রেখে এবার সব ধরণের প্রস্তুতি নিয়ে চলছে রবীন্দ্র মঞ্চে প্যান্ডেল নির্মাণ এর কাজ ৭ তারিখের মধ্যে সকল কাজ সম্পন্ন হবে বলে জানান কুঠিবাড়ীর কাষ্টডিয়ান আল আমীন হোসেন ।
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী এবার জাতীয় পর্যায়ে পালিত হবে কুমারখালীর শিলাইদাহে রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত কুঠিবাড়িতে। জন্মবার্ষিকী উপলক্ষে চলছে বাশখুটি দিয়ে মঞ্চ বানানোর প্রস্তুতি। স্মৃতিবিজড়িত কুঠিবাড়িকে সাজানো হচ্ছে নতুনভাবে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৭ তারিখের মধ্যে সকল কাজের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানান কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল্ ইসলাম।
এফপি/রাজ