Dhaka, Saturday | 26 April 2025
         
English Edition
   
Epaper | Saturday | 26 April 2025 | English
বাস্তবসম্মত সংস্কারে সহযোগিতা করবে জামায়াত: তাহের
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন প্রধান উপদেষ্টার
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দল ‘জনতা পার্টি বাংলাদেশ’
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা
শিরোনাম:

কুড়িগ্রামে নাশকতাবিরোধী অভিযানে আ.লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮:৪০ পিএম  (ভিজিটর : ১৮৪)

কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার আসামী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) মো. বজলার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা পুলিশের ‘নাশকতাবিরোধী’ বিশেষ অভিযানে (রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত) আওয়ামী লীগের ৩১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সদর থানায় ৭জন, রাজারহাট থানায় ২জন, উলিপুর থানায় ৩জন, নাগেশ্বরী থানায় ১জন।

এছাড়াও ফুলবাড়ী থানায় ৪জন, ভূরুঙ্গামারী থানায় ৫জন, চিলমারী থানায় ২জন, রাজিবপুর থানায় ২জন, রৌমারী থানায় ১জন, কচাকাটা থানায় ২জন ও ঢুষমারা থানায় ২জনসহ গত ২৪ ঘন্টায় জেলায় আওয়ামী লীগের বিভিন্ন পদধারী মোট ৩১জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

এ বিষয়ে বজলার রহমান বলেন, চলমান নাশকতাবিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মোট ৩১জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলায় গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এই অভিযান চলমান থাকবে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝