পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবী আদায়ে ও কুমিল্লায় শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশব্যাপী মহাসমাবেশের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের বেসরকারি জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট ও জামালপুর মডেল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে।
দুপুরে শহরের গেইটপাড় এলাকা থেকে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে এসে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘১৩ এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার,’ ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ চলাকালে ইমরান তাহির, অনন্ত, সাথী, নাইমুল, জিহাদ, আবিরসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, ক্লাশ ও পরীক্ষা বর্জন করে ন্যায্য দাবী আদায়ের জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আমরা হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছি।
পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি দয়াময়ী মোড়ে থেকে বসাকপাড়া এলাকা, ভোকেশনাল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গেইটপাড় এলাকায় গিয়ে শেষ।
এফপি/রাজ