সন্ত্রাসীদের শাস্তির দাবিতে রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের শান্তিপাড়া গ্রামবাসী ও ছাত্রবৃন্দের সমন্বয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়, মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন সূত্রে জানা যায়, শান্তিপাড়া গ্রামের কতিপয় ‘সন্ত্রাসী’ জাহিদুল, হৃদয় মিয়া, শাহিন মিয়া, জাকারিয়া, আপেল, রাজ্জাক, মুকুল গং গ্রামের মো. আলমগীরের সাথে পূর্বের রেষারেষির ভিত্তিতে তার বাড়ি ঘরে আগুন দিয়ে সম্পূর্ণ বাড়ি ঘর ভষ্মীভূত করে দেয়। এছাড়া উক্ত ‘সন্ত্রাসী’ ব্যক্তিগণ এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায় এবং নিরীহ সাধারণ জনগণের জীবন যাপন অতিষ্ট করে তুলেছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন তানজিবুল, হুজাইফা, সুজন, তামিম, রুপালী, নাহিদ, সাকিব, রাসেল, শাকিনুর, মজিদা, মনুজা, ফুলকলি, সুজন, মাহিম, লিমনসহ শতাধিক নারী-পুরুষ।
এফপি/রাজ