রংপুর প্রদেশসহ দেশে ৯টি প্রদেশ, দুই কক্ষ পার্লামেন্ট, এক ব্যক্তির দুই ভোট বাস্তবায়নে দাবিতে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) সকালে রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়, মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিন উদ্দিন বিএসসি।
সভাপতির বক্তব্যে বিএসসি বলেন, এককেন্দ্রিক সরকার দিয়ে ১৮ কোটি জনগণের চাহিদা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকার সমস্যা দূরীকরণ ও আঞ্চলিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ সম্ভব নয়। যেখানে মূল বাজেটের ৬৫% ঢাকা কেন্দ্রীক ব্যয় ও ২০% চট্টগ্রাম কেন্দ্রীক ব্যয় হয় আর বাকী ১৫% সারা বাংলাদেশে ব্যয় হয়। অর্থ্যাৎ রংপুরের ৮টি জেলায় ০.৫% বাজেটে বরাদ্দ হয়। যাহা চরম বৈষম্যের শিকার। এর জন্য ক্ষমতা বিকেন্দ্রীকরণে প্রাদেশিক ব্যবস্থা অবশ্যই করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, সার্জেন্ট অব: আতিয়ার রহমান, ডাঃ লিটন তালুকদার, প্রফেসর চিনু কবির, এ্যাড: রায়হান প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক রংপুরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
এফপি/রাজ