পটুয়াখালী দশমিনা উপজেলা শুক্রবার বিকেল ৫টায় উপজেলা যুবদলের মতবিনিময় ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই চেয়ার দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সভাস্থলে হট্টগোল, ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করে সভা অনুষ্ঠিত হয়।
সরজমিনে দেখা যায় পূর্বনির্ধারিত সময় অনুসারে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মতবিনিময় ও কর্মী সভা স্থলে তৃনমূল নেতাকর্মীদের ব্যানার, ফ্যাস্টুন সহ বাদ্যযন্ত্র নিয়ে আসতে দেখা যায়। সভার শুরুতে উপজেলা যুবদলের যুগ্নসাধারণ সম্পাদক ইয়াসিন এর সমর্থকদের সাথে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লার সমর্থকদের সাথে চেয়ার দখল নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে যায় পরে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। জেলা যুবদলের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করে পূনরায় সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় বক্তারা বলেন- উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতা কর্মীরা দীর্ঘ ১৫টি বছর আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের সময় নির্য়াতন ও জেল জুলুমের শিকার হয়েছে। ত্যাগী নেতারা যেনো অনুপ্রবেশকারিদের কারণে পদ পদবি থেকে বঞ্চিত না হয় জেলার নেতৃবৃন্দদের কাছে জোর দাবি জানান।
জেলা যুবদলের সাভাপতি ও সাধারণ সম্পাদক বলেন- রাষ্ট্র সংস্কার তো আমাদের নেতা তারেক রহমার বহু আগেই বার্তা দিয়েছেন। নতুর করে কি সংস্কার হবে। তারা তৃণমূল নেতাদের বলেন বিএনপি সরকার গঠন করতে হলে চরদখল, চাঁদাবাজি, সাধারণ জগনের উপর জুলুম ও অত্যাচার বন্ধ করতে হবে।
সভায় উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক রতন এর সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপাস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম শানু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আল আমিন মোল্লা, জুয়েল আমিন, যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াসিন, ইকবাল বশির সহ উপজেলা ও ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান।
এফপি/বেল্লাল/রাজ