শোবিজ অঙ্গনে যেন হঠাৎ করেই বিয়ের মৌসুম চলছে! জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের পর একই দিনে (শুক্রবার, ৪ এপ্রিল) আরেকটি চমক এনে দিলেন সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান।
তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিন বছর আগে একটি গানের কাজ করতে গিয়ে নিধি ও রাবার পরিচয়। সেই গান—‘প্রেমিকা’—শুধু পেশাদার সম্পর্কই নয়, তাদের ব্যক্তিগত জীবনের গল্পের শুরুটাও হয়ে যায় এই গান থেকেই।
শুরুটা ছিল পেশাদার, তারপর ধীরে ধীরে তা রূপ নেয় চুপিচুপি প্রেমে। তবে তিন বছর ধরে প্রেম করলেও তারা সম্পর্কটা নিয়ে প্রকাশ্যে কখনোই কিছু বলেননি। অবশেষে শুক্রবার বিকেলে ঢাকার একটি অভিজাত ভেন্যুতে বেশ ঘটা করে বিয়ের আয়োজন করেন তারা।
বিয়ের আসরে উপস্থিত ছিলেন দু’পক্ষের আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। ছিলো তারকাদের উপস্থিতিও। মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূরের মতো জনপ্রিয় তারকাদের গর্জিয়াস লুকও নজর কেড়েছে।
সামাজিক মাধ্যমে এই বিয়ের খবর প্রথম নিশ্চিত করেন অভিনেত্রী ও মডেল সুনেরাহ বিনতে কামাল, যিনি নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরপর রাতেই রাবা খান তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিধির সঙ্গে বিয়ের একটি ছবি পোস্ট করে লেখেন—‘ভালোবাসার একটা গান দিয়ে আমাদের সবটুকু শুরু।’
তবে এখন পর্যন্ত নিধি বা রাবার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, আরাফাত মহসিন নিধি কাজ করেছেন ‘বরবাদ’ সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোরে এবং ‘দাগি’ সিনেমার সঙ্গীত পরিচালনায়। অন্যদিকে, রাবা খান তরুণদের কাছে জনপ্রিয় ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এর মাধ্যমে। ইউটিউবে তার ব্যঙ্গাত্মক ভিডিওগুলো সমাজের নানা অসংগতি নিয়ে কথা বলে। তিনি ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের “৩০ আন্ডার ৩০” এশিয়া-প্যাসিফিক তালিকায়ও জায়গা করে নিয়েছিলেন।
তাদের এই নতুন জীবনের শুরুতে ভক্তদের পক্ষ থেকে শুভকামনা জানানো হচ্ছে সর্বত্র। গানের সূত্র ধরে শুরু হওয়া প্রেম—অবশেষে পরিণয় পেলো বিয়েতে, তাও বেশ রাজকীয় আয়োজনে।
এফপি/রাজ