ভয়াবহ অগ্নি দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন সংগীত ও অভিনয়শিল্পী পারশা মাহজাবীন। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ড হয়েছিল। এ ঘটনাতেই প্রাণসংশয়ে পড়েছিলেন সংগীত তারকা।
এ ঘটনায় পারশা মাহজাবীন বলেন, রাইড শেয়ারিংয়ের মাধ্যমে গাড়ি নিয়ে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গিয়ে হঠাৎ করেই গাড়িতে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়ো করে গাড়ি থেকে বের হয়েছি। কীভাবে যে বের হয়েছি, তা বলতে পারব না।
এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে পারশা মাহজাবীন লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল। কীভাবে যে বেঁচে গেছি!’
এর আগে অন্য একটি ভিডিও প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায়, গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। আর সেই আগুন পানি ঢেলে নেভানোর চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ইউকেলেলে বাজিয়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে সবার নজড় কাড়েন পারশা মাহজাবীন। আবার গত মাসেই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাকে।
এর আগে ২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন। আর মাত্র তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ কয়েকটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন পারশা মাহজাবীন।
এফপি/এমআই