Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

শেরপুরে বাকপ্রতিবন্ধী যুবতীর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১৪৭)

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন থেকে সাদিয়া বেগম (১৮) নামে এক বাকপ্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর দশানীপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত সাদিয়া বেগম সদর উপজেলার সাহাব্দীচর গ্রামের জামাদার মিয়ার মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের কমর আলীর ছেলে জামাদার মিয়ার সাথে তার ভাইসহ একই গোষ্ঠীর অন্যান্যদের সাথে জমাজমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এদিকে রোববার রাতের কোন এক সময়ে বাকপ্রতিবন্ধী সাদিয়া বেগমকে তাদের বসত বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে কে বা কারা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে তার বাবা জামাদার মিয়ার খেতে ফেলে রেখে যায়।

আজ সকালে এলাকাবাসী সাদিয়ার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে শেরপুর সদর থানায় খবর দেয়া হলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে নিহত সাদিয়া বেগমের লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

উপ-পরিদর্শক (এসআই) তারেক জানান, এ ঘটনায় পর থেকে তার মা ছাড়া বাবা ও পরিবারের লোকজন এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। তবে সাদিয় বেগমের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝