Dhaka, Wednesday | 30 July 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 30 July 2025 | English
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ এক্সারসাইজ টাইগার লাইটনিং ২০২৫ অনুষ্ঠিত
ভূমিকম্পের পর সক্রিয় আগ্নেয়গিরি, ছাইয়ে ঢেকে গেছে আকাশ
রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
গভীর সংস্কার না হলে স্বৈরাচার আবার ফেরত আসবে: প্রধান উপদেষ্টা
শিরোনাম:

সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার বন্ধের আহ্বান

প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম  (ভিজিটর : ১১৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা অপপ্রচার করে দেশের ভাবমূর্তি নষ্টকারি পতিত সরকারের এজেন্টদের অপপ্রচার বন্ধের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্টা।

এক বাণীতে এলবার্ট পি কস্টা উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদের বসবাস করে আসছিল। পতিত সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, অন্যায় অত্যাচার হয়েছে তা অবর্ণনীয়। গত বছর মে মাসে পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বাংলাদেশকে পূর্ব তিমুরের মতন একটি খ্রিস্টান রাজ্য বানানোর চেষ্টা চলছে বলে যে বক্তৃতা দিয়েছিল তা নিঃসন্দেহে খ্রিস্টান সমাজের ওপর নির্যাতন ও ধর্মীয় সহিংসতা লাগানোর চেষ্টা ছিল মাত্র।

পি কস্টা বলেন, উনার প্ল্যান ছিল এই কথা বলার পর ধর্মপ্রাণ মুসলিম জনগণ খ্রিস্টানদের উপর হামলা করবে আর উনি সেটাকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমান ভাইদের নিধন করবেন।

বাণীতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি আরও উল্লেখ করেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর প্রিয়া সাহা, রানাদাশ গুপ্ত, নির্মল রোজারিও গংরা পতিত সরকার ও একটি নির্দিষ্ট দেশের দালালি করে আবার ও দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়ে দেশের বাইরে সংখ্যালঘু নির্যাতনের নামে বর্তমান অন্তর্বর্তীনকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করে তোলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অবিলম্বে এই সমস্ত অপপ্রচার বন্ধের আহ্বান জানাচ্ছে এবং যে সমস্ত রাষ্ট্র এই সমস্ত রাষ্ট্রদোহীদের চক্রান্তে সংখ্যালঘু নির্যাতনের নামে লাফাচ্ছে তাদের এই দেশে এসে তদন্ত করার আমন্ত্রণ জানাচ্ছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝