Dhaka, Friday | 24 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 24 October 2025 | English
পাঁচ ব্যাংক নিয়ে হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের টপ এগ্রি ফুড পাইওনিয়ার পুরস্কার পেলেন আবদুল আউয়াল মিন্টু
অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না: ফরিদা আখতার
শিরোনাম:

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:১৫ পিএম  (ভিজিটর : ১৫১)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। শেরপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ২ লাখ ৩৯ হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

৫ উপজেলার ১ হাজার ৩৪৯টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৫ শতক ১৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের সদস্য।

৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, তবে শিশুটি সুস্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এটি খাওয়ানো যাবে। একই শিশু একাধিকবার যাতে এই ক্যাপসুল গ্রহণ করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে ৷

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আহসান হাবিব হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ৷

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝