Dhaka, Monday | 28 April 2025
         
English Edition
   
Epaper | Monday | 28 April 2025 | English
রোমান্টিক ওয়েদারে প্রিয়জনকে যেভাবে সময় দিবেন
কাশ্মীরিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা
আসিফ নজরুলের বাসভবনে ড্রোন, নিরাপত্তা জোরদার
ফেসবুকে ঘোষণা দিয়ে পাঠাগার থেকে শত শত বই লুট
শিরোনাম:

শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৫:১৫ পিএম  (ভিজিটর : ৮৫)
ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

ছবি: ফিন্যান্সিয়াল পোস্ট

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ৷

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

আগামী ১৫ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে বিকেল  ৪টা পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। শেরপুর জেলায় এই ক্যাম্পেইনের আওতায় ২ লাখ ৩৯ হাজার ৮২৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

৫ উপজেলার ১ হাজার ৩৪৯টি স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৫ শতক ১৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা শিক্ষক, শিক্ষার্থী, আনসার-ভিডিপি সদস্য, স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনজিও কর্মীসহ বিভিন্ন বিভাগের সদস্য।

৬-১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ভিটামিন ‘এ’ ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রতিটি শিশুকে টিকাদান কেন্দ্রে এনে খাওয়ানোর জন্য সিভিল সার্জন সকলের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, কোনো অসুস্থ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো যাবে না, তবে শিশুটি সুস্থ হলে পরবর্তী এক মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এটি খাওয়ানো যাবে। একই শিশু একাধিকবার যাতে এই ক্যাপসুল গ্রহণ করতে না পারে এ বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে ৷

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.আহসান হাবিব হিমেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ,সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ৷

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝