পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডারে দীর্ঘদিন ধরে পঁচা-বাসি ও অস্বাস্থ্যকর মিষ্টি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী ক্রেতারা অভিযোগ করেছেন, দোকানটি নিয়মিত ৭-১০ দিন আগের বাসি মিষ্টি, কেক, জিলাপি ও বুন্দিয়া বিক্রি করছে, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
গতকাল কয়েকজন ভুক্তভোগী ক্রেতা বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। পরে কয়েকটি টিভি ও দৈনিক পত্রিকার সাংবাদিক সরেজমিনে গিয়ে দেখেন, দোকানের অধিকাংশ খাবারই বাসি ও দুর্গন্ধযুক্ত। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এ বিষয়ে প্রচার করা হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
একজন ভুক্তভোগী ক্রেতা বলেন, ‘বিশ্বাস মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি কিনে বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখি মিষ্টিতে পোকা চলছে। অভিযোগ করতে গেলে দোকানদার উল্টো আমাদের সাথে খারাপ ব্যবহার করে।’
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ইতোমধ্যে বিষয়টি আটঘরিয়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখন সময়ের অপেক্ষা। তবে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে, এটি আরও বড় সমস্যার সৃষ্টি করতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
এফপি/এমআই