জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৫২দিনের তারুণ্যের উৎসব কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসব শুরু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে তিনদিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক শেখ ইহসানুর রহমান বক্তব্য দেন।
জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কে এম আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও জেলা মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল উপস্থিত ছিলেন।
ফিতা কেটে উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পিঠা উৎসবে অংশ নেয়া স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
শিল্পকলা একাডেমি সূত্র জানায়, নারী উদ্দ্যোক্তাদের নয়টি স্টলে বাহারি রকমের পিঠাপুলি স্থান পেয়েছে।
জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা কে এম আরিফুজ্জামান জানান, নীলফামারী ছাড়াও ঠাকুরগাঁও, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিবেশ করা হবে উৎসবে।
অনুষ্ঠানে ধামের গান, কুশানপালা ও কবিগান, মুখানৃত্য ও মাটিয়াগান পরিবেশন করবেন শিল্পিরা।
এফপি/এমআই