Dhaka, Friday | 14 March 2025
         
English Edition
   
Epaper | Friday | 14 March 2025 | English
আমাদের ওপর আক্রমণ করবেন না, কাজ করতে দেন: আইজিপি
শুক্রবার শপথ নেবেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি
মেয়ে ধর্ষণের শিকার, মামলার পর বাবা খুন
সাংবাদিকদের বেতন ৩০ হাজারের নিচে হলে পত্রিকা বন্ধ: প্রেস সচিব
শিরোনাম:

জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৮ পিএম আপডেট: ২৭.০২.২০২৫ ৬:৫১ পিএম  (ভিজিটর : ৬৪)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনায় জাতীয় মুক্তিযোদ্ধা সংসদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পাবনা শহরের কাশমেরী রেস্টুরেন্টের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিম এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও পদ্মা কলেজের অধ্যাপক আ. গাফফার খান।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, তাই তাদের ঐক্যবদ্ধ থেকে জাতির কল্যাণে কাজ করা উচিত।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে মতামত দেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: financialpostbd@gmail.com, tdfpad@gmail.com
🔝