Dhaka, Tuesday | 13 January 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 January 2026 | English
অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে
সোনার দাম বেড়ে রেকর্ড, আজ থেকে কার্যকর
প্রশ্নফাঁসের প্রমাণ মেলেনি, শিগগির ফল প্রকাশ
ঢাকায় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ
শিরোনাম:

মঞ্জু

বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৮:৪৮ পিএম  (ভিজিটর : ৬১)

বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোমবার (১২ জানুয়ারি) খুলনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খুলনা মহানগরী সদর থানাধীন ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এ শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন ও অসাধারণ রাজনৈতিক নেত্রী। তাঁর ত্যাগ, সংগ্রাম ও নেতৃত্বের মাধ্যমেই বাংলাদেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার শক্তি পেয়েছে। তিনি দেশের মানুষের অধিকার ও কল্যাণে আজীবন কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

শোকসভা ও দোয়া মাহফিলে ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
🔝