গত ডিসেম্বর মাসে রংপুর রিজিয়নে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের মাদকসহ বিভিন্ন চোরাকারবারী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে ৭০ জন চোরাকারবারীকেও। আরও উদ্ধার করা হযেছে ২৯ রাউন্ড গুলিসহ ৬টি বিদেশী পিস্তল।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালয়নের প্রধান দপ্তরে রংপুর রিজিয়নের পক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব- উল হক পিএসসি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ডিসেম্বরে রংপুর রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬শত ৬৯ দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়নের সমন্বিত ও ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য ও চোরাকারবারী মালামাল জব্দ করা হয়।
জব্দকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ৬শত ৯১ বোতল ফেন্সিডিল, ৯শত ৬১ বোতর বিদেশী মদ, ৩ হাজার ৬শত ৩৪পিস ইয়াবা, ১৪০ কেজি গাঁজা, ২৬ হাজার ২শত ৬৫ বোতল নেশা জাতীয় সিরাপ, ৩ হাজার ১শত ১৫ বোতল স্কাফ সিরাপ, ২৬ হাজার ৮শত ৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ হাজার ২শত ৩৫ পিস ইনজেকশন, ৩শত ৪গ্রাম হেরোইন ও ৫৫ হাজার ৩শত ২৪পিস নেশা জাতীয় ট্যাবলেট।
এছাড়াও ১শত ৬৪টি গরু ও ৩৩টি ভারতীয় মহিষ উদ্ধার করে বিজিবি এবং ডিসেম্বরে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জনকে উদ্ধার করেছে বিজিবি।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি'র অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল হক আরও জানান, সীমান্তে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫শ ৬৩টি সচেতনতামুলক সভার পাশাপাশি সীমান্তের দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি।
এসময় সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস