আরও একটাবার টসে হার। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে কয়েন টস হাসল না রোহিত শর্মার পক্ষে। টসে হেরে তার দল ফিল্ডিংয়ে। আপাত দৃষ্টিতে খুব সাধারণ ঘটনা হলেও ক্রিকেটের পরিসংখ্যান নিয়ে যারা আগ্রহী, তাদের কাছে আজকের ম্যাচে ভারতের টসে হার বেশ গুরুত্বপূর্ণ এক ঘটনা।
ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে টানা টস হারের নতুন বিশ্বরেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। নিজেদের সবশেষ ১২ ওয়ানডে ম্যাচেই টসভাগ্যকে পাশে পায়নি ম্যান ইন ব্লুরা। ওয়ানডে বিশ্বকাপের ফাইনলা থেকে শুরু হয়েছে টস নিয়ে এমন দুর্দশা। যার মাঝে ৯ বার ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।
সেই সঙ্গে ৫৩ ওয়ানডেতে অধিনায়কত্বের মাঝে ৩১ ম্যাচে টস হারলেন রোহিত। সমান ম্যাচে তারচেয়ে বেশি টস হারেননি আর কোনো ভারতীয় অধিনায়ক। সৌরভ গাঙ্গুলি টস হেরেছিলেন ৩০ ম্যাচে।
ভারতের টানা ১২ হারের মাঝে আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল। দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা সফরের ৬ ওয়ানডে। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ। আর এরপরেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ।
এফপি/এমআই