নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দশমিনা উপজেলার সভাপতি রিয়াদ হোসেন অপু সিকদারকে গ্রেফতার করেছে দশমিনা থানা পুলিশ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত ৩টায় উপজেলার সদরে নিজ বসত ঘর থেকে গ্রেফতার করে পুলিশ।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ৮ নং ইউনিয়নের ছায়েদআলী খান বাড়ির সামনের মাঠে ২০২২ সালের ৬ মার্চ বিকেলে ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ভংচুর, সন্ত্রাসী হামলা করে প্রায় শতাধিক নেতাকর্মীদের আহত করা হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে বেতাগীসানকিপুর ৮নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৪৮ জন সহ অজ্ঞাত নামা ৪০-৫০ জনকে আসামী করে এজাহার দায়ের করা হয়। ঐ এজাহারের ভিত্তিতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল জানান বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী ৮নং ওয়ার্ডের বিএনপির কাউন্সিল চলোমান আবস্থায় আওয়ামী লীগ ও সহযোগী সাংগঠনের সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাট কারায় ঐ ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভাপতিকে গ্রেফতার করে আাদালতে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান আছে।
এফপি/এমআই