বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচের ফলাফল নির্ধারণে শুধুমাত্র কৌশল বা একাদশই নয়, আবহাওয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিশির ও কুয়াশা এই ম্যাচে বাড়তি উত্তেজনা সৃষ্টি করতে পারে। যেখানে টস হয়ে উঠতে পারে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।
ভারত-পাকিস্তান দ্বৈরথে আবহাওয়ার প্রভাব যে পড়বে, তা অনুমেয়ই। বিশেষ করে দুবাইয়ের গরম ও আর্দ্র আবহাওয়া খেলার গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করবে। অনেকে এই আবহাওয়াকে প্রতিদ্বন্দ্বিতায় ‘গোপন খেলোয়াড়’ হিসেবে বিবেচনা করছেন। ভারত ও পাকিস্তান উভয় দলই তাদের কৌশলে মনোযোগী থাকলেও শিশির নিয়ে তাদের বাড়তি ভাবনা রাখতেই হচ্ছে।
বিষয়টি নিয়ে ভারত যে চিন্তিত, সেটা শুভমান গিলের কথায় প্রমাণিত। সহ-অধিনায়কের ভাষায়, ‘আমরা দেখেছি যে, শিশির খুব একটা পড়ছে না। তবে যদি শিশির পড়ে, তাহলে ৫০ ওভারের ম্যাচে টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশির না পড়লে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল চাপের মধ্যে থাকবে। যে দল চাপ সামলাতে পারবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি’।
দুবাইয়ের আবহাওয়া অধিদপ্তর দেশব্যাপী লাল ও হলুদ সতর্কতা জারি করেছে। জানিয়েছে, আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রাতে আরও মেঘলা হতে পারে। উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার সকালে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫-২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
তাপমাত্রার এই পরিবর্তন শিশির সৃষ্টি করতে পারে। যা টসকে করে তুলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ের একটি বড় কারণ ছিল শিশির। এবারের ম্যাচেও নিশ্চয়ই পাকিস্তান চাইবে একই আবহাওয়া যেন আবারও ফিরে আসে। ভারতও তা মাথায় রেখে নিশ্চয়ই এগোবে তাদের পরিকল্পনা।
এফপি/এমআই