ফেনীর গর্ব বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ফেনী জেলা ঠিকাদার কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদস্য সমিতি মতিউর রহমান সোহেলের সঞ্চালনায় ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহবায়ক শেখ ফরিদ বাহার, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য লিয়াকত আলী ভুইঁয়া, ফেনী জেলা আমীর মুফতি হান্নান, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক প্রফেসর আব্দুল খালেক, ইয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, কামরুল হাসান মাসুদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমানুল্লাহ কায়সার সাব্বির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ভিপি বেলাল হোসেন, জেলা সেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মজিবুর রহমান ভুইঁয়া প্রমুখ, মুনাজাত পরিচালনা করেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা জেলার সভাপতি হাফেজ আবদুল ফাত্তাহ, উক্ত মাহফিলে বিপুল সংখ্যক ঠিকাদার অংশগ্রহণ করেন, অনুষ্ঠান শেষে শ্রমজীবী ও পথিকদের মাঝে তোবারক বিতরণ করা হয়, বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে সবাই দোয়া করবেন।
এফপি/অ