শীতের তীব্রতা থেকে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে শরীয়তপুর জেলা প্রশাসনের উদ্যোগে বেদে সম্প্রদায় ও এতিমখানার শীতার্ত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এসব কম্বল সরবরাহ করা হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় অবস্থিত বেদে পল্লীতে জেলা প্রশাসক তাহসিনা বেগম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন নিজ হাতে অসহায় বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে কম্বল তুলে দেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে বেদে সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে পুরো পল্লীতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসক তাহসিনা বেগম বেদে পল্লীর প্রতিটি ঘর ঘুরে ঘুরে বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং তাদের জীবনযাপন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা মনোযোগ সহকারে শোনেন।
এরপর সন্ধ্যায় সদর উপজেলার আংগারিয়া উসমানিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে শীতার্ত শতাধিক এতিম ও শিক্ষার্থীদের মাঝেও কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। শীতের রাতে উষ্ণ কম্বল পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। সমাজের অবহেলিত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বেদে সম্প্রদায় সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ হলেও তারা দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যায় ভুগছে। জেলা প্রশাসন এসব বিষয় সম্পর্কে অবগত রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের সমস্যা গুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
এফপি/জেএস