নেছারাবাদে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) মাগরিব নামাজের পর নেছারাবাদ উপজেলার মাহামুদকাঠি বাশবাড়ি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান আলহাজ্ব শামীম সাঈদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী এবং ছোট পুত্র আলহাজ্ব নাসিম সাঈদী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম এ বাসার কেন্দ্রীয় শিক্ষক পরিষদের নেতা ও জেলা সাধারণ সম্পাদক মো. জহিরুল হক, সহকারী সাধারণ সম্পাদক ও কেন্দ্র পরিচালক ছিদ্দিকুল ইসলাম, সহকারী সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, নেছারাবাদ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে আরও অংশ নেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো. মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা মো. জহিরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মো. গোলাম আযম আছলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল হালিম, মো. মাসুম বিল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ ওসমান বিন হাদীর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও ইসলামের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে আল্লামা সাঈদীর তিন পুত্র আটঘর কুড়িয়ানার মাহামুদকাঠি বাশবাড়ি এলাকায় ওমান প্রবাসী মো. জিয়াউর রহমানের বাসায় আতিথেয়তা গ্রহণ করেন।
এফপি/জেএস