আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর - ৩ (মেলান্দহ - মাদারগঞ্জ) সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যারিস্টার এস এম শাহিন।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কর্মী সমর্থকদের সাথে নিয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হকের কাছ থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় সাংবাদিকদের মাধ্যমে মেলান্দহ - মাদারগঞ্জবাসীর দোয়া কামনা করেন তিনি।
মনোনয়ন ফরম সংগ্রহকালে ব্যারিস্টার এস এম শাহিন এর কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আইন পেশার ব্যারিস্টার শাহিন মাদারগঞ্জ উপজেলার বেতাগা গ্রামের বাসিন্দা।
এফপি/জেএস