নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের এক বিশেষ অভিযানে ২,৫০০ কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত বিসিজি স্টেশন পাগলা এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী থেকে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫ শত কেজি অবৈধ জাটকা জব্দ করা হয়। তবে জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ হওয়া জাটকা নারায়ণগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
জাটকা সংরক্ষণ ও মৎস্যসম্পদ রক্ষার জন্য সরকার ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশ আহরণ, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করেছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং যারা এই অপরাধে জড়িত, তাদের আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এফপি/এমআই