কুড়িগ্রামের নাগেশ্বরীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব মাদার অ্যান্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম (simcbp) সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিম আল মোস্তাকুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মাজহারুল আনোয়ার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকতা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, মহিলা বিষয়ক অফিসের ক্রেডিট সুপারভাইজার কাম হিসাব সহকারী নীহার রঞ্জন বর্মা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তারসহ অনেকেই।
এফপি/এমআই