নিখোঁজের ২৩ দিন পর মুন্সীগঞ্জের শ্রীনগরে মামলার আসামির বসতঘরের পাটাতনের নিচের পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় স্কুলছাত্র ও অটোরিকশা চালক রোমান শেখের (১৫) লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব, পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতি ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে। তবে তাকে হত্যার কারণ এখনও জানা যায়নি।
বস্তাবন্দি অবস্থায় লাশটি সিমেন্টের খুঁটি দ্বারা বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। নিহত স্কুল ছাত্র ও অটোরিকশা চালক রোমান শেখ জেলার সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে।
আসামি সিয়াম ওরফে জিহাদ (১৯)। শ্রীনগর উপজেলার ছয়গাঁও গ্রামের মো. রফিক ফকিরের ছেলে।
এদিন সকাল ১০ টার দিকে পুকুর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা ওই গ্রামের সিয়ামের বাড়িতে ছুটে যায়। এ সময় সিয়ামের বসতঘরের পাটাতনের নিচে পুকুরের কচুরিপানা সরিয়ে সিমেন্টর খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ দেখতে পায়। এতে বিক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন আসামি সিয়ামের বাড়ি ভাঙচুর ও আগুন দেয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে গেলেও স্থানীয়রা উত্তেজিত থাকায় লাশ উদ্ধারে বিলম্ব হয়।
সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান বলেন, স্কুল ছাত্র ও অটোরিকশা চালক নিখোঁজের ঘটনায় সিরাজদীখান থানায় দায়ের করা মামলায় সিয়ামসহ ৩ জনেক গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে সিয়ামের বাড়ির বসতঘরের নিচের পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ ছুটে গেলে লোকজন উত্তেজিত থাকায় লাশ উদ্ধারে বিলম্ব হয়। দুপুর ১ টার দিকে লাশ উদ্ধার করা হলে স্বজনরা শনাক্ত করেন। গ্রেপ্তার আসামি সিয়ামসহ অন্যান্য জেল হাজতে রয়েছে।
এফপি/এমআই