সাবেক মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিমের ছোট ভাই ও বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে ঢাকা থেকে পিরোজপুরে আনা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে শামীমকে গ্রেফতার করে। তার নামে পিরোজপুর সদর থানায় ও নাজিরপুর থানায় একাধিক মামলা রয়েছে।
পিরোজপুর ডিবি পুলিশ এর ওসি আরিফুল ইসলাম জানান, গ্রেফতারের পর শামীমকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখ এর নামে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দায়ের হওয়া দুটি মামলার রয়েছে।
উল্লেখ্য, এ্যাডভোকেট শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ৭ জানুয়ারী ২০১৯ থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৩ ফেব্রুয়ারি ২০২০ থেকে ১১ জনুরারী ২০২৪ পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এফপি/অ