Dhaka, Friday | 21 November 2025
         
English Edition
   
Epaper | Friday | 21 November 2025 | English
জুমার দিনের গুরুত্ব ও বিশেষ আমল
২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপের আভাস
সেনাপ্রধানকে ‘সেনাবাহিনী পদক’ দিলেন প্রধান উপদেষ্টা
শুভ জন্মদিন তারেক রহমান
শিরোনাম:

বসুন্ধরায় আতিফ আসলামের কোনো কনসার্ট হচ্ছে না

প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:২৩ পিএম  (ভিজিটর : ১)

রাজধানীর বসুন্ধরায় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কোনো কনসার্ট হচ্ছে না বলে জানিয়েছে বসুন্ধরা গ্রুপ। গণমাধ্যমে ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে কিংবা ১৩ ডিসেম্বর বসুন্ধরা মাঠে তার কনসার্ট হওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ জানায়—এ ধরনের কোনো আয়োজন সম্পর্কে তারা জানেন না এবং তাদের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।

বিভিন্ন খবরে বলা হয়েছে, এক বছর পর আবারও ঢাকায় আসছেন আতিফ আসলাম। ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শিরোনামের একটি কনসার্টে গাইবেন তিনি।

জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পুনর্বাসনে এই আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম, এবং ১২ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো একটি দিন চূড়ান্ত করার আলোচনা চলছে।

অন্য এক খবরে বলা হয়েছে, আতিফ আসলামকে ঢাকায় আনছে ‘মেইন স্টেজ’ নামের প্রতিষ্ঠান। তাদের দাবি, কনসার্টের শিরোনাম ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’। বসুন্ধরা মাঠেই অনুষ্ঠান হওয়ার কথা—গেট খুলবে দুপুর ১টায়, শুরু হবে বিকাল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

খুব শিগগিরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে বলে সংবাদে উল্লেখ ছিল।

কিন্তু বসুন্ধরা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, আতিফ আসলামের কোনো কনসার্ট বসুন্ধরা মাঠ, আইসিসিবি বা বসুন্ধরার অন্য কোনো ভেন্যুতেই হচ্ছে না। তাদের কাছে বসুন্ধরায় কনসার্ট হওয়ার কোনো তথ্য নেই এবং এ বিষয়ে এখন পর্যন্ত কারো সঙ্গে কোনো যোগাযোগও হয়নি। বসুন্ধরা গ্রুপ সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে।

এর আগে ২০২৪ সালের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন আতিফ আসলাম। তখন তিনি ‘ম্যাজিকাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে জনপ্রিয় গান পরিবেশন করেছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝