টানা তৃতীয়বারের মতো আবারও একসঙ্গে কাজ করলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান এবং দেশের প্রথম সারির বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। কাজের অভিজ্ঞতা ও বোঝাপড়া দুইজনেরই ভালো, ফলে তাদের জুটি বরাবরই বাণিজ্যিকভাবে সফল।
২০১৯ সালে রাজীব পরপর দুটি মুঠোফোনের বিজ্ঞাপন বানিয়েছিলেন শাকিব খানকে নিয়ে-যা প্রচারের পর ব্যাপক সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও একই ফ্রেমে ফিরলেন তারা; নতুন কাজটিও একটি বিজ্ঞাপনচিত্র।
এবারের বিজ্ঞাপনটি দেশের জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের জন্য। শীতের মৌসুম শুরু হওয়ায় ব্র্যান্ডটির প্রচারণা জোরদার করতে শাকিব খানকে বেছে নেওয়া হয়েছে। শাকিব খানের টিম জানিয়েছে—গত দুদিন ধরে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটি টেলিভিশনসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারে আসবে।
শাকিব খানকে নিয়ে প্রথম কাজের সময় রাজীব বলেছিলেন, ‘শাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি ইতিবাচক কিছু করতে চান। তাঁর মধ্যে দারুণ উদ্যম আছে। আমরাও চেষ্টা করি নতুন কিছু করার।’
গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল, বিভিন্ন কারণে শাকিব খান ‘রিমার্ক হারল্যান’ কোম্পানি থেকে সরে দাঁড়িয়েছেন। মে মাসের পর থেকে তাদের কোনো কাজেই তাকে দেখা না যাওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়। অবশেষে সূত্র নিশ্চিত করেছে-শাকিব খান সত্যিই ওই প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছেন। এর পরই তিনি অন্য ব্র্যান্ড ও কোম্পানির নতুন বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেছেন।
এফপি/জেএস