ফুয়াদ আল মুক্তাদিরের সুর সংগীতে কনার বেশ কিছু গান আছে। দ্বিতীয় অ্যালবামের ফিচারিংও করেছিলেন জনপ্রিয় এই সংগীত পরিচালক।
এবার আরও একটি নতুন গান করলেন কনার জন্য। আগামীকাল কনার কণ্ঠে প্রকাশ হবে ফুয়াদ ফিচারিং ‘ভিতরও বাহিরে’ শিরোনামের একটি গান। কনা এই সময়ের অন্যতম আলোচিত শিল্পী। বিশেষত সিনেমার গান দিয়ে বাংলাদেশের সংগীতাঙ্গনে শিল্পীদের মধ্যে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। বিশেষ করে ‘দুষ্টু কোকিল’ গানটি সুপার হিট হওয়ার পর তার স্টেজ শোও বেড়ে গেছে অনেক।
ঢাকা, ঢাকার বাইরে, দেশের বাইরে স্টেজ শো নিয়ে তার রয়েছে ভীষণ ব্যস্ততা। কিন্তু তার পরও কনা তার নিজের মৌলিক গানের প্রতি যত্নবান। নাটকের গানও যেমন গাইছেন, আধুনিক গানও গাইছেন। গানটি নিয়ে কনা বলেন, ‘গানের কথা ও সুর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে। এই গানকে ঘিরেও আমার প্রত্যাশা অনেক। সবাইকে গানটি শোনার আহ্বান জানাই।’
ভিতরও বাহিরে’ গানটি লিখেছেন আবদার রহমান। ফুয়াদের ফিচারিংয়ে কনা বেশকিছু সিনেমায়ও গান গেয়েছেন, জিঙ্গেলেও ভয়েজ দিয়েছেন।
এদিকে কনা বিসিআরএর শ্রেষ্ঠ সংগীতশিল্পী হিসেবে সম্মানিত হয়েছেন। ‘কন্যা’ গানের জন্য তিনি পেলেন এ অ্যাওয়ার্ড। এই গানে কনার সহশিল্পী ছিল ইমরান। গানটি সবার মাঝে ভীষণ ভালোলাগার সৃষ্টি করেছিল। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনায় চলে এসেছিল। দুষ্টু কোকিলের পর ‘কন্যা’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই কন্যার জন্য পুরস্কৃত হয়ে ভালো লাগছে। আর যথারীতি আমার নতুন গান ভিতরও বাহিরে নিয়ে ভীষণ প্রত্যাশা।
এদিকে কনা ১৩ নভেম্বর ঘাটাইল ক্যান্টনমেন্টে এবং পরে ১৪, ২৩ ও ২৬ নভেম্বর ঢাকার স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন।
এফপি/অ