Dhaka, Thursday | 13 November 2025
         
English Edition
   
Epaper | Thursday | 13 November 2025 | English
রোজার পণ্য বাকিতে আমদানির সুযোগ
গণভোটে যে ৪ প্রশ্ন থাকবে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই, গণভোটের পথ উন্মুক্ত
পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, শৈত্যপ্রবাহের আভাস
শিরোনাম:

মালায়ালাম হিরোকে ‘কপি’ করলেন শাকিব খান- গুঞ্জনে নেটিজেনরা

প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:১৬ এএম  (ভিজিটর : ১১)

ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন লুকে মুগ্ধতার পাশাপাশি এবার কপির গুঞ্জনে মেতেছে নেটিজেনরা। আলোচনা চলছে ভারতের মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকে একসময় এই লুকে ধরা দিয়েছিলেন। এতে প্রশ্ন উঠেছে তবে কি পৃথ্বীরাজের লুক নকল করলেন বাংলার কিং খান?

কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং তার গোঁফে যেন নজর সরানো মুশকিল হয়ে পড়েছে শাকিবভক্তদের।

এদিকে স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুই নায়কের দুটি লুক পাশাপাশি করলে দেখা যায়, শাকিব খান এবং পৃথ্বীরাজ সুকুমারন- দুজনকেই দেখা যাচ্ছে কালো রঙের ডেনিম জ্যাকেট বা শার্ট-জ্যাকেটে, যার ওপর সাদা সুতোর কনট্রাস্ট স্টিচিং করা। এই হাই-ভিজিবিলিটি স্টিচিং পুরো আউটফিটটিকে একটি অসাধারণ ডিজাইন এলিমেন্ট দিয়েছে, যা লুকে এনেছে এক অত্যাধুনিক বৈপ্লবিক ছোঁয়া। উভয়ের পোশাকের ডিজাইন এবং কাট প্রায় হুবহু এক।

দেখা যায়, দুজনের চশমা ও গোঁফ-এও মিল রয়েছে। পৃথ্বীরাজ-শাকিবের মুখেই রয়েছে তীক্ষ্ণ ও ঘন গোঁফ। সঙ্গে চোখে সানগ্লাস, যা তাদের লুককে রহস্যময় ও ড্যাশিং করে তুলেছে। তবে সানগ্লাসের কিছুটা পার্থক্য রয়েছে।

শাকিব খান ব্যবহার করেছেন এভিয়েটর স্টাইলের সানগ্লাস, যা তার চেহারায় যোগ করেছে ক্লাসিক নায়কোচিত ভাব। অন্যদিকে, পৃথ্বীরাজ প্রথম লুকে পরেছেন একটি টর্টসেল ফ্রেমের কালো লেন্সের সানগ্লাস। পরে অবশ্য তিনিও এভিয়েটর স্টাইলের চশমাও ব্যবহার করেন, যা সাদৃশ্যকে আরও স্পষ্ট করে তোলে।

এছাড়াও তাদের পরিপাটি করে আঁচড়ানো এবং খানিকটা ওয়েভি হেয়ারস্টাইল; যা দুজনেরই সঙ্গে মানিয়ে গেছে।

দুই নায়কের মিলগুলো এতটাই জোরালো যে, যে কেউ প্রথম দেখায় চমকে উঠতে বাধ্য হবেন। যেন একই ডিজাইনারের হাতে তৈরি হয়েছে দুই অভিনেতার লুক!

শাকিবের আসন্ন সিনেমা ‘সোলজার‘-এর গল্পেও পৃথ্বীরাজের সিনেমার সঙ্গে মিল থাকবে কি না, সেক্ষেত্রেও এখন প্রশ্ন থেকে যায়। শাকিব খানকে ‘সোলজার’ সিনেমায় একজন সৈনিকের চরিত্রে দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে বলে জানা যায়। এই অ্যাকশন-থ্রিলার যেন অনেকটাই মিলে যায় পৃথ্বীরাজ সুকুমারনের আলোচিত সিনেমা ‘এল টু এমপুরান’- এর সঙ্গে।

মালায়ালাম সিনেমা ‘এল টু এমপুরান’-এর প্রচারে অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারন এই একই লুকেই ধরা দেন। সেই সিনেমাটি ‘লুসিফার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ছিল। এ সিনেমাতে পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় করছেন জায়েদ মাসুদের চরিত্রে; যিনি হলেন ক্বুরেশি আব্রামের সিন্ডিকেটের একজন বেতনভুক্ত কমান্ডার । ‘লুসিফার’ সিনেমায় তাকে এই সিন্ডিকেটের সামরিক প্রধান হিসেবে দেখানো হয়েছিল।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝