Dhaka, Thursday | 30 October 2025
         
English Edition
   
Epaper | Thursday | 30 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

ব্যবসায়ীদের জন্য এখন সুবর্ণ সুযোগ

অন্য বন্দর ট্যারিফ বাড়ালেও পণ্য আমদানি রপ্তানিতে শুল্ক কর বাড়ায়নি মোংলা বন্দর

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:০৯ এএম আপডেট: ৩০.১০.২০২৫ ১১:১১ এএম  (ভিজিটর : ৪২)

চট্টগ্রাম বন্দরে পণ্য আমদানি রপ্তানিতে ৪১ শতাংশ ট্যারিফ চার্জ বাড়ানো হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ কোন চার্জ বাড়ায়নি। ট্যারিফ চার্জ হলো একটি নির্দিষ্ট কর যা সরকার অন্য দেশ থেকে আমদানি করা পণ্যের উপর আরোপ করে। এটি সাধারণত পণ্যের মূল্যের একটি শতাংশ হিসেবে ধরা হয়, যা রাজস্ব আয়ের একটি উৎস এবং স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই আমদানি রপ্তানিকারক এবং বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে আপাতত কোন কর বৃদ্ধি করতে চাচ্ছে না মোংলা বন্দর কর্তৃপক্ষ।


এদিকে মোংলা বন্দরে কর না বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এমন উদ্যোগ গ্রহণের ফলে বন্দরের ব্যবহার আরো বহুগুণে বেড়ে যাবে বলে মনে করেন তারা। বন্দর কর্তৃপক্ষ জানায়, মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় এখানে বিদেশি জাহাজের আগমন বৃদ্ধির পাশাপাশি আমদানি রপ্তানি বেড়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে বন্দর ব্যবহারকারীদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে প্রস্তুত রয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের তুলনায় ট্যারিফ চার্জ কম হওয়ায় মোংলা বন্দর ব্যবহার করে আমদানি-রপ্তানি করলে অধিক লাভবান হতে পারবে ব্যবসায়ীরা। মোংলা রাজধানী ঢাকার সবচেয়ে কাছের সমুদ্র বন্দর হওয়ায় পণ্য পরিবহন খরচ অনেক কম হবে, পাশাপাশি পণ্য পরিবহনে সময় সাশ্রয় হবে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন, বন্দর ব্যবহারকারী ও সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারকদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি। এবছর চট্টগ্রাম বন্দরে যেখানে ৪১ শতাংশ কর বাড়ানো হয়েছে সেখানে মোংলা বন্দর কোনো কর বাড়ায়নি। আশা করি মোংলা বন্দর ব্যবহারে আমদানি রপ্তানিকারকরা আরো আগ্রহী হবেন।


তিনি আরো বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্দরে মোট ২৫৫টি বিদেশি জাহাজ নোঙর করে পণ্য খালাস করেছে। রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে ৩২৫৩টি, ১০ হাজার ৮ টিইউজ কন্টেইনার হ্যান্ডিং করা হয়েছে। এছাড়া ৪৭ লক্ষ মেট্রিকটন পণ্য মোংলা বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি করা হয়েছে।


মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন ব্যবসায়ীদের সুবিধার বিষয়টি বিবেচনা রেখে আমরা কোন শুল্ক বা কর বাড়াইনি, কারন সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মোংলা বন্দরকে এগিয়ে নিতে চাই। আমাদের বন্দরটি লাভজনক প্রতিষ্ঠান। এ অঞ্চলের ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী এবং আমদানি-রপ্তানিকারকরা মোংলা বন্দর ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের প্রসারে এগিয়ে আসলে এখানে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখবে মোংলা সমুদ্র বন্দর।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝