চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আবারও দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই সময়সূচি কার্যকর রয়েছে।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর মতলব উত্তর জোনাল অফিস থেকে জানানো হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য উল্লিখিত সময়ের মধ্যে ছেঙ্গারচর পৌরসভা, কলাকান্দা, মোহনপুর, এখলাশপুর, জহিরাবাদ, গজরা, ষাটনল, কালিপুর, ফতেপুর পশ্চিম, ফরায়জীকান্দি ও আমিরাবাদ এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
এর আগে গত ১৭ অক্টোবর একইভাবে রক্ষণাবেক্ষণের নামে দিনভর বিদ্যুৎ বন্ধ ছিল। তখনও মতলব উত্তর উপজেলার প্রায় ১ লক্ষাধিক গ্রাহক চরম ভোগান্তিতে পড়েছিলেন। বিশেষ করে স্থানীয় বাজার, ব্যাংক, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, প্রায়ই বিদ্যুৎ বন্ধ থাকে। একদিন বন্ধ থাকলে পরদিন ভোল্টেজ কম থাকে। এতে ব্যবসা ও ঘরোয়া কাজকর্মে সমস্যা হয়।
মোহনপুর ইউনিয়নের কৃষক রফিকুল ইসলাম বলেন, সেচের সময় বিদ্যুৎ না থাকায় ফসলের ক্ষতি হয়। রক্ষণাবেক্ষণ করা জরুরি, কিন্তু সময়টা যদি রাতে করা যেত, তাহলে আমাদের কষ্ট কম হতো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী হাসিনা বেগম (৪৫) বলেন, সকাল থেকেই বিদ্যুৎ নেই। ফ্যান চলে না, গরমে বাচ্চারা কষ্ট পাচ্ছে। রোগের পরীক্ষা নিরীক্ষা করতে পারতাছি না, ডাক্তাররাও সমস্যায়। বারবার বিদ্যুৎ গেলে হাসপাতালে চিকিৎসা নিতে এসে কষ্টই বেশি হয়।
স্থানীয় জনপ্রতিনিধিরা আশা করছেন, কর্তৃপক্ষ রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকদের যেন আগাম তথ্য জানায় এবং বিকল্প ব্যবস্থা গ্রহণ করে এতে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে।
এ বিষয়ে জানতে চাইলে মতলব উত্তর জোনাল অফিসের এক প্রকৌশলী বলেন, এটি সম্পূর্ণ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম। বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও মান উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ লাইন ও ট্রান্সফরমারে কাজ করা হচ্ছে। এজন্য পুরোদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
এ ব্যাপারে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার এর নাম্বারে একাধিক ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
এফপি/অ