| শিরোনাম: |

তারকাদের ব্যক্তিগত জীবন সবসময়ই ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি ঢালিউডের দুই নায়িকা পূর্ণিমা ডিভোর্স এবং ববির বিয়ের গুঞ্জন সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ২০২২ সালে বেসরকারি চাকরিজীবী আশফাকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু অনেক ভক্ত মনে করছেন, দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এমনকি অনেকে মনে করছেন, তারা হয়তো বিচ্ছেদ করেছেন। সামাজিক মাধ্যমে যুগল ছবি অনুপস্থিত থাকায় এই গুঞ্জন আরও তীব্র হয়েছে।
সম্প্রতি পূর্ণিমা ফেসবুকে লিখেছেন, ‘মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ।’ যদিও তিনি সরাসরি কাউকে উদ্দেশ্য করে বলেননি, এটি নিয়ে নেটিজেনদের মনে সন্দেহ বাসা বেধেছে। তবে পরে পূর্ণিমা স্বামী আশফাকুরের সঙ্গে রেস্তোরাঁয় তোলা ছবি শেয়ার করেন, যা অনেকের মতে, গুঞ্জনের জবাব হিসেবেই ধরা যেতে পারে। এখনো দম্পতি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
অন্যদিকে, নায়িকা ববির বিয়ের গুঞ্জনও শোনা গেছে। সামাজিক মাধ্যমে বলা হয়, তিনি হঠাৎ এক ব্যবসায়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে ববি এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্যবসায়ীকে বিয়ে করেননি এবং বর্তমানে তিনি কারও সঙ্গে প্রেমও করছেন না। এছাড়া তিনি স্বীকার করেছেন, অভিনেতা সাকিব সনেটের সঙ্গে তার সম্পর্ক ভাঙার গুঞ্জন সত্য।
তবে উভয় নায়িকা — পূর্ণিমা ও ববি—ই তাদের ব্যক্তিগত জীবন নিয়ে চুপচাপ থাকলেও, ভক্ত ও নেটিজেনরা এখনো তাদের সম্পর্কে নানা আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এফপি/অ