কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জার্সি সরকারের প্রতিনিধি ডেলরে মেজবোরিয়ান।
বুধবার (২২ অক্টোবর) তিনি দিনব্যাপী ব্যস্ত সময় কাটান। বিভিন্ন ক্যাম্প ঘুরে, রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাপন, মানবিক সহায়তা কার্যক্রম এবং চলমান উন্নয়নমূলক কার্যক্রম পর্যবেক্ষণ করে।
তার এই সফরে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক এনজিওগুলোর বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবগত হন।
ডেলরে মেজবোরিয়ান বলেন, রোহিঙ্গা সংকট একটি জটিল মানবিক ইস্যু। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের একযোগে কাজ করা জরুরি। জার্সি সরকার আগেও মানবিক সহায়তায় অংশ নিয়েছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ক্যাম্পে শিশুদের জন্য পরিচালিত শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং নারীদের দক্ষতা উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যৌথ প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন।
এফপি/রাজ