শিরোনাম: |
সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কয়েছ আহমদ মাসুম নামের এক গ্রাহকের এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে একটি হ্যাকার চক্র।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউসিবিএল ব্যাংকের হিসাব নাম্বার থেকে টাকাগুলো চুরি হয় বলে জানা গেছে।
এ ঘটনায় কয়েছ আহমদ মাসুম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা (দাশপাড়া) গ্রামের মো. তৈয়ব আলীর ছোট ছেলে কয়েছ আহমদ মাসুমের নিজ নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার সঞ্চয়ই হিসাব নাম্বার থেকে গত বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ৪টি ট্রানজেকশেনের মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে ট্রান্সফার করে নিয়ে যায় হ্যাকার চক্র।
কয়েছ আহমদ মাসুম বলেন, আমি ব্যাংকে টাকা রাখলাম নিরাপত্তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেল। ব্যাংক কর্তৃপক্ষের দুর্বল সিকিউরিটি এর জন্য দায়ী বলে আমি মনে করি। এ ব্যাপারে আমি থানায় মামলা করার প্রক্রিয়ায় আছি।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা আমাদের ব্যাংকের জন্য বিরল। আমাদের গ্রাহকের টাকা উদ্ধারে সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার এ ব্যাপারে সফল হব।
এফপি/অআ