Dhaka, Saturday | 18 October 2025
         
English Edition
   
Epaper | Saturday | 18 October 2025 | English
জাতিসংঘ মিশন থেকে ১৩১৩ বাংলাদেশি শান্তিরক্ষী প্রত্যাহার
শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি একমত: তারেক রহমান
নিকাব নিষিদ্ধে পর্তুগাল পার্লামেন্টে বিল পাস
জাতীয় বেতন স্কেল কবে থেকে, জানালেন শিক্ষা সচিব
শিরোনাম:

খুলনায় ৩৮ মণ পুশ করা চিংড়ি জব্দ

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৩ এএম  (ভিজিটর : ৩১)

চিংড়ি রপ্তানিকারক প্রতিষ্ঠান খুলনা ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের কারখানায় অভিযান চালিয়ে সাড়ে ৩৮ মণ অপদ্রব্য পুশ করা চিংড়ি জব্দ করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে কোস্টগার্ড ও মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর এই অভিযান চালায়। জব্দ চিংড়ি মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে নষ্ট করা হয়েছে। তবে পুশ কাজে জড়িত কোম্পানির কাউকে শাস্তির আওতায় আনা হয়নি।


অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, ফ্রোজেন ফুডস এক্সপোর্ট লিমিটেডের উৎপাদন কক্ষে ব্লক সেকশনের সামনে প্রক্রিয়াজাত করার সময় চিংড়িতে অপদ্রব্য পাওয়া যায়। মান নিয়ন্ত্রণ বিভাগেও প্রক্রিয়াজাত করার জন্য প্রস্তুত করা গলদা চিংড়ি পুশ করা অবস্থায় পাওয়া গেছে। পুশ করা চিংড়ির পরিমাণ ১ হাজার ৫৪০ কেজি বা সাড়ে ৩৮ মণ। এ সময় মালিক মুনসুর আহমেদ ও তরু কেউ কারখানায় ছিলেন না।


তারা জানান, বিদেশে রপ্তানি করা চিংড়ির ওজন বাড়াতে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য পুশ করা হয়। এতে চিংড়ির ওজন বেড়ে যাওয়ায় বাড়তি মুনাফা করে কিছু অসাধু ব্যক্তি। চিংড়িতে পুশ করা অপদ্রব্য মানবদেহের জন্য ক্ষতিকর। এই চিংড়ি ধরা পড়লে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যার কারণে অপদ্রব্য পুশ করা চিংড়ি বিক্রি ও মজুত দণ্ডনীয় অপরাধ। বিভিন্ন সময় অপদ্রব্যের বিরুদ্ধে অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি চললেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পুশ বন্ধ করেনি। এছাড়া চিংড়ি কেনার সময় মাথাসহ চিংড়ি কেনার বিধি রয়েছে। কিন্তু অতিমুনাফার লোভে অনেক ব্যবসায়ী এটি মানেন না। যার কারণে চিংড়িতে অপদ্রব্য বন্ধ করা যাচ্ছে না।


মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তর খুলনার সহকারী পরিচালক মোঃ আবুল হাসান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। অভিযানের পর আইন অনুযায়ী তাদের শোকজ করা হবে। এরপর জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝