শিরোনাম: |
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া মেলেকপুরাইকাটি সাধুপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, জয়দেব সাধুর বাড়ির পাশ থেকে মন্দির সংলগ্ন তুষার সাধুর বাড়ি পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তা বর্তমানে বেহাল অবস্থায় পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ শতাধিক মানুষের চলাচল করতে হয়। স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে মন্দিরগামী পূজারী ও সাধারণ গ্রামবাসীর একমাত্র যাতায়াতের পথ এটি। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদা-পানিতে তলিয়ে যায়, ফলে ভ্যান বা মোটরসাইকেল সহ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হয়।
এলাকাবাসী জানান, প্রায় ২৫ থেকে ৩০ বছর আগে ইটের রাস্তা নির্মাণ করা হয়েছিল। এরপর থেকে কোনো সংস্কার বা রক্ষণাবেক্ষণ করা হয়নি। দীর্ঘদিনের ব্যবহারে রাস্তার অধিকাংশ জায়গা জরাজীর্ণ ও ভেঙে গিয়ে এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি আবেদন করবেন বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এলাকাবাসী আবেদন দিক। আমি রাস্তাটি কোনো এক বরাদ্দে দিয়ে দেওয়ার চেষ্টা করবো।
এফপি/অআ