নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া-আল আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসার ৬০জন শিক্ষার্থী ডায়রিয়ায় অসুস্থ্য হয়েছেন। অসুস্থ্য সকল শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে। এবং গুরুতর অসুস্থ্য ১২জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
ডায়রিয়ায় অসুস্থ্যদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খাবারের মধ্যে কোন জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে চিকিৎসকরা ধারণা করছেন। এ ঘটনার পর মাদ্রাসা ১০দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ৩জন শিক্ষার্থী হঠাৎ ডায়রিয়ায় অসুস্থ্য হয়ে পড়ে। একইদিন দুপুরে আরও ২৮জন, বিকালে ১২জন ও গতকাল বুধবার ১৭জন শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদের পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মো: মোস্তাফিজুর রহমান জানান, আমাদের মাদ্রাসায় প্রায় ১৬০০শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী প্রায় ১০০জন। সকলেই আমরা মাদ্রাসার খাবার খাই। কিন্তু কি কারনে এই ৬০জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লো বিষয়টি আমরা বুঝতে পারছি না।
ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। তিনি অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিৎসার খোজ-খবর নেন। অপরদিকে, মাদ্রাসা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ।
এফপি/অআ