Dhaka, Wednesday | 22 October 2025
         
English Edition
   
Epaper | Wednesday | 22 October 2025 | English
মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চাই না: ফরিদা আখতার
৪৪৬ কোটি টাকা ব্যয়ে দুবাই ও মিয়ানমার থেকে চাল কিনছে সরকার
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, থাকবে গরমের দাপট
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ
শিরোনাম:

পীরগাছায় গৃহবধুকে রাতভর গাছে বেঁধে স্বামী-সতীনের নির্যাতন

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম  (ভিজিটর : ২৩১)

রংপুরের পীরগাছায় গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয়েছে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) ভোরে উপজেলার কল্যাণী ইউনিয়নের তৈয়ব গ্রামে এ ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) ভিডিও ছড়িয়ে পড়লে বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নাগরিক সমাজের লোকজন।


জানা গেছে, শুক্রবার রাতে গৃহবধূ শেফালী বেগমকে স্বামী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী আমেনা বেগম মারধর করেন। এর পরে মধ্যরাতে তাকে বাড়ির উঠানে গাছের সঙ্গে বেঁধে ফের মারধর করা হয়। ভোরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে প্রতিবেশীরা গৃহবধূর হাতের বাঁধন খুলে দেয়া হয়।


ভুক্তভোগী গৃহবধূ বলেন, একই উপজেলার পাওটানা হাটের নিজতাজ গ্রামে তার বাড়ি। তারা ২০১৪ সালে বিয়ে করেন। বিয়ের পর থেকে প্রায়ই তাকে নির্যাতন করতেন স্বামী ও সতিন আমেনা। এ কারণে তিনি তার নিকটজনের কাছে প্রায় এক বছর ধরে আশ্রিত ছিলেন। শুক্রবার রাতে তিনি স্বামীর বাড়িতে এলে স্বামী নজরুল বলেন, তাকে তালাক দিয়েছেন। এ সময় তালাকের কাগজ দেখতে চাইলে তার ওপর নির্যাতন শুরু করেন তারা দুজন।


স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন মির্জা সুমন জানান, এ বিষয়ে আপোষ-মীমাংসার চেষ্টা চলছে।


মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, এ বিষয়ে তারা কোন লিখিত অভিযোগ পাননি। তবে তারা বর্তমানে ঘটনাস্থলে আছেন।


এফপি/অআ


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝