তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দেড় ঘণ্টার বেশি সময় ধরে মহাখালী-গুলশান লিংক রোড বন্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল। তৈরি হয়েছে জনভোগান্তি। বিশেষ করে অসুস্থ এবং নারীরা পড়েছেন মহাবিপাকে। গন্তব্যের উদ্দেশ্যে বের হয়ে মাঝ রাস্তায় আটকে গিয়ে বাধ্য হয়েই হাঁটতে হচ্ছে তাদের। এসময় অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক শিক্ষার্থী।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টা থেকে মহাখালী অবরোধ কর্মসূচি ঘোষণা করলেও তেমন শিক্ষার্থী সকাল থেকে উপস্থিত ছিল না। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয়েছেন। আর মহাখালী-গুলশান লিংক রোডের উভয় পাশই বাঁশ দিয়ে আটকে রাখতে দেখা গেছে। এতে রিকশা, সিএনজি, মোটরসাইকেল, বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীদের সঙ্গে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকদের বাগবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে। এমন অবস্থায় এই সড়ক ব্যবহার করে চলাচলকারীরা হেঁটেই গন্তব্যের দিকে যাচ্ছেন। তবে গাড়ি বন্ধ থাকায় বেশি অসুবিধার মধ্যে পড়েছেন অসুস্থ ও নারীরা।
মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পায়ে হেঁটে মহাখালী যাচ্ছিলেন মো. জয়নাল আবেদীন। আর সঙ্গে থাকা তার স্ত্রীর একহাতে ব্যাগ এবং অন্য হাতে অসুস্থ স্বামীকে ধরে রাখতে দেখা যায়।
অসুস্থ জয়নাল বলেন, খুবই কষ্ট হচ্ছে। ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলাম। বের হয়ে দেখি কোনো রিকশা বা গাড়ি নেই। আমার বাড়ি কুড়িগ্রাম। সেজন্য মহাখালী বাস কাউন্টারে যাব। কোনো গাড়ি বা রিকশা না পেয়ে পায়ে হেঁটেই সেখানে যাচ্ছি।
এফপি/এমআই