| শিরোনাম: |

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় মাদকসহ দুই জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (০৩ অক্টোবর ) রাতে রাজবাড়ীর পাংশা থানাধীন মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: রাজবাড়ীর পাংশা উপজেলার রামকোল বাহাদুরপুর গ্রামের শুকুর মৃধার ছেলে রাজু মৃধা (২৪) এবং কুষ্টিয়ার খোকসা উপজেলার মৃত আসলাম মিয়ার ছেলে মিরাজ ইসলাম (৩৩)।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের অফিসারের ইনচার্জ(ওসি )মোঃ মফিজুল ইসলাম নিশ্চিত করে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন—“মাদক নির্মূলে গোয়েন্দা পুলিশ সবসময় মাঠে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এফপি/অআ