পিরোজপুরের অষ্টম চীন-মৈতি সেতু (বেকুটিয়া) সেতুর কাউখালি প্রান্তে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সেতুর রেলিং ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ ঘটনা ঘটে। এতে সেতুর রেলিংয়ের একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়।
তবে এ সড়ক দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপ ভ্যানটি সরিয়ে নেয়। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ শুরু করে সওজ বিভাগের কর্মীরা।
এদিকে পিকআপ ভ্যানটি বর্তমানে কাউখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শিকা জানান, সকালবেলা একটি পিকআপ ভ্যান পিরোজপুর বরিশাল সড়কে বেকুটিয়া ব্রিজের কাউখালী প্রান্ত নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এ ধাক্কা দেয় একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। পরে কোনমতে পিকাপটি নিয়ন্ত্রণের ফলে ব্রিজ থেকে নিচে পড়ে যায়নি। চীন সরকারের দ্বারা নির্মিত নতুন ব্রিজটি দ্রুত মেরামতের দাবি জানো না স্থানীয়রা।
এ বিষয়ে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন একটি পিকআপ ভ্যান ভোররাতে যে কোন সময় রেকুটিয়া ব্রিজে রেলিংয়ে ধাক্কা দেয় এতে রেলিং এর একটি অংশ ভেঙে যায়। সেতুটি তাৎক্ষণিক মেরামতের কাজ চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এফপি/অআ