Dhaka, Friday | 31 October 2025
         
English Edition
   
Epaper | Friday | 31 October 2025 | English
ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা
শনিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন
ঢাকায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস
স্বর্ণের ভরি আবারও ২ লাখের ওপরে
শিরোনাম:

থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারার মধ্যেই জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৮ পিএম  (ভিজিটর : ১০০)

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম ছাত্র-জনতা’–এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ, অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল শনিবার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর হয়। দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা, পৌরসভা এলাকা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে পাহাড়িদের অভিযোগ, ১৪৪ ধারা জারির পরও তাদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে চার দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়।

চার দফা দাবি-

১. ধর্ষণের ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি
২. জুম্ম ছাত্র-জনতার সমাবেশে হামলাকারীদের বিচার
৩. আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা
৪. হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন

জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা জানিয়েছেন, অবরোধে জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা থাকবে না। তিনি বলেন, ‘সাধারণ জনগণের দাবিতে আবারও অবরোধের ডাক দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হবে।’

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানিয়েছেন, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে, কোথাও পিকেটিং দেখা যায়নি। তবে উপজেলায় কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শয়ন শীলকে আটক করেছে পুলিশ, তাঁকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। খাগড়াছড়ির শনিবারের অবরোধ ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝