সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০), তাঁর মেয়ে প্রথমা চৌধুরী (স্কুলছাত্রী, সপ্তম শ্রেণি) এবং অটোরিকশা চালক সজল ঘোষ (৫০)। নিহত মা-মেয়ে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কেশবা প্রিয়া ও চালক সজল ঘোষ নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক ব্যক্তির নাম পারভেজ আহমেদ, বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। পুলিশ জানিয়েছে, দ্রুতগতি ও নিয়ন্ত্রণ হারানো এই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, “ঘটনার পর ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করছে, যার কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এফপি/রাজ