সুচিকিৎসা, ক্ষতিপূরণ, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। তাদের অবস্থানের কারণে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
গতকাল রাতেও একই দাবিতে সড়কে নেমে বিক্ষোভ করেন আহত ও তাদের স্বজনেরা।
ঘটনাস্থল থেকে আন্দোলনে অংশ নেওয়া রায়হান রাফি নামে আহত এক ছাত্র বলেন, “দেশের জন্য আন্দোলনে গিয়ে আহত হয়েছি। এখন সুচিকিৎসার জন্য রাস্তায় নামতে হচ্ছে। এর চেয়ে কষ্টের আর কী আছে।”
সৈকত হোসেন নামে আরেকজন বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে গেজেট আকারে প্রকাশ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”
যেসব দাবিতে তারা আন্দোলন করছেন তার মধ্যে রয়েছে, জুলাই-আগস্টে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া। আহতদের ক্যাটাগরি নামক বৈষম্য দূর করা, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা, শহীদ পরিবারের দ্রুত পূর্ণবাসন ব্যবস্থা গ্রহণ করা।
এফপি/এমআই