বাংলাদেশের মাদরাসা থেকে একই সঙ্গে কুরআনের হাফেজ হয়েছেন ইতালির নাগরিক দুই ভাই। মাদারীপুরের রাজৈর উপজেলার আলমদস্তা এলাকার জামিয়া আরাবিয়া দারুল উলূম রাজৈর মাদরাসা থেকে কুরআনের ৩০ পারা মুখস্থ করেছেন আব্দুর রহমান হাওলাদার (১৫) ও আব্দুর রহিম হাওলাদার (১৩)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর মাদরাসার মসজিদে তাদের মাথায় হাফেজি মর্যাদার পাগড়ি পরিয়ে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুফতি রেজাউল ইসলাম। এ সময় ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান শিক্ষক, স্থানীয় আলেম ও অভিভাবকেরা।
হাফেজ আব্দুর রহমান ও হাফেজ আব্দুর রহিম মাদারীপুর সদর উপজেলার কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা এবং ইতালি প্রবাসী মামুন হাওলাদারের ছেলে। জন্মসূত্রে তারা ইতালির নাগরিক হলেও পড়াশোনার জন্য দেশে এনে ভর্তি করানো হয় মাদরাসায়।
পরিবার জানায়, মামুন হাওলাদার প্রায় ২৩ বছর ধরে ইতালিতে বসবাস করছেন। সেখানে স্ত্রী-সন্তানসহ সংসার করলেও সন্তানদের ধর্মীয় শিক্ষায় বড় করার স্বপ্ন দেখেন তিনি। ইতালিতে মাদরাসা না থাকায় দুই ছেলেকে দেশে এনে ভর্তি করান রাজৈরের ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলূম মাদরাসায়।
আরও পড়ুন: নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে গুলিতে একজন নিহত, আহত ৫
ইতালি প্রবাসী বাবা মামুন হাওলাদার বলেন, ‘আমার দুই ছেলে ইতালিতে জন্মগ্রহণ করেছে। তারা এখন হাফেজ হয়েছে, এতে আমি খুব খুশি। আমি চাই ওরা দুজন মাওলানা হয়ে ইসলামের সেবা করুক। শিগগিরই তাদের ইতালি নিয়ে যাব, তারপর মিশরে উচ্চশিক্ষার জন্য পাঠাব।’
এফপি/অআ