Dhaka, Monday | 3 November 2025
         
English Edition
   
Epaper | Monday | 3 November 2025 | English
ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
দেশের ভোটার বেড়ে ১২ কোটি ৭৬ লাখ
প্রেমিক হিসেবে সাংবাদিকরা সেরা যে কারণে
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী
শিরোনাম:

এবার ওটিটিতে আসছে আরিফিন শুভর ‘নীলচক্র’

প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১০:৩৪ এএম  (ভিজিটর : ৩৩)

একটি ক্লিক, একটি ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহরজুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্পে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র’।


আরিফন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত এ সিনেমাটি চলতি বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শক প্রশংসিত হয়।


তারকাবহুল এই সিনেমাটি এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়!


শনিবার দুপুরে সিনেমাটির একটি টিজার প্রকাশ করে প্ল্যাটফর্মটি। প্রায় পৌনে এক মিনিটের টিজারটি প্রকাশ করে আইস্ক্রিন লিখেছে, সাইবার ক্রাইমের আড়ালে লুকানো প্রতারণা ও অন্ধকার সত্যএক তদন্তকারীর হাত ধরে রহস্য উন্মোচনের সিনেমা ‘নীলচক্র’।


নীলচক্র’ শব্দের ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা, এক অজানা নরক।


পরিচালক মিঠু খান বলছেন, ‘আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে।


একদিকে সাসপেন্স, অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয়, এমন এক বিপজ্জনক বাস্তবতা। বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না। ব্লু ফিল্ম র‍্যাকেট যেটা আমাদের সমাজে আড়ালে ঘটে চলা এক অপরাধজগৎ, তার ছায়া পড়েছে এবার বড় পর্দায়। রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী, তেমনি সময়োপযোগীও


সিনেমাটি কবে নাগাদ দর্শক ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পারবেন, তারিখ ঘোষণা না করলেও আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগির আইস্ক্রিনে দেখা যাবে এই সাসপেন্স থ্রিলার!


‘নীলচক্র’ সিনেমাটিতে শুভ-মন্দিরা ছাড়া আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।


এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
🔝